
নিউজ ডেস্কঃ টাঙ্গুয়ার হাওরে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকা উল্টে শাহ জামাল (৩০) ও মকবুল হোসেন (৫০) নামের দুই জেলের মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শাহ জামাল ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামের আইয়ুব খানের ছেলে এবং মকবুল হোসেন একই ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের মৃত সামাদ আলী ওরফে সাবির উদ্দিনের ছেলে।মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ জানান, শাহ জামাল ও মকবুল হোসেন ভোরে নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে যান। এক পর্যায়ে ঝড়ো বাতাসের কবলে পড়লে নৌকা উল্টে তারা নিখোঁজ হন। কয়েক ঘন্টা পর স্থানীয় লোকজন হাওর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।