News71.com
 Bangladesh
 30 May 19, 02:01 PM
 101           
 0
 30 May 19, 02:01 PM

কৃষি মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে মাদক উদ্ধার, নারীসহ আটক ৫॥

কৃষি মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে মাদক উদ্ধার, নারীসহ আটক ৫॥

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪৯০ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবাসায়ীকে আটক করেছে র্যাযব। এ সময় মাদক বহনকারী কৃষি মন্ত্রণালয়ের স্টিকার লাগানো দুটি গাড়ি জব্দ করা হয়। গতকাল বুধবার ভোরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করে র্যা়ব-৪ এর একটি দল। আটকরা হলো মাসুদ পারভেজ (৩০), রাকিন আহমেদ (২৫), শাহিন (২৪), কাজল বেগম (২৬) ও সালমা আক্তার (২০)। এরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। কৃষি মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি ঢাকা মেট্রো ঘ-১৩-৬৭৫৮, অপরটি ঢাকা মেট্রো চ-৫৩-৩৫৮১ জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন