News71.com
 Bangladesh
 29 May 19, 10:13 PM
 228           
 0
 29 May 19, 10:13 PM

বাড়তি চাপ সামলাতে প্রস্তুত হচ্ছে পুরাতন রেলকোচ ।।

বাড়তি চাপ সামলাতে প্রস্তুত হচ্ছে পুরাতন রেলকোচ ।।

নিউজ ডেস্কঃ ঈদে ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামলাতে পুরাতন কোচ মেরামতের কাজ চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। বন্ধের দিনেও শ্রম ঘণ্টার অতিরিক্ত সময় পরিশ্রম করে এ কাজ করেছেন কারখানার শ্রমিকরা। এরই মধ্যে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে ৩০টি কোচ। আগামীকাল ৩০ মে’র মধ্যে আরও ১০টি কোচ হস্তান্তর করার কথা রয়েছে। যা আগামী ৩১ মে থেকে ঈদে ঘরমুখো মানুষের ঘরে ফেরার কাজে ব্যবহৃত হবে।

প্রতি বছরের মতো এবারও ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদে ঘরে পৌছাতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ব্রডগেজ ৩০টি আর মিটার গেজ ১০টি কোচ সংস্কারের কাজ চলছে। শতকরা ৬৭ ভাগ জনবল শূণ্যতার পরেও মাত্র ৩৩ ভাগ কারিগর দিনরাত এক করে এ কোচের সংস্কার কাজ হচ্ছে।এসব সংস্কারে ১৫ থেকে ২০ কোটি টাকা বাজেটের প্রয়োজন হলেও ঘাটতি বাজেট আর তীব্র জনবল সংকট নিয়েই নির্ধারিত কোচগুলোকে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে, পুরনো এ কোচগুলো মেরামতের পর চলাচলের জন্য কতটা নিরাপদ এমনটাই প্রশ্ন সাধারণ যাত্রীদের

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন