
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তার সাথে তার স্ত্রী নীলুফা বেগম আছেন। গতকাল সোমবার নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের স্বাক্ষর করা এক নথি থেকে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কমিশনার মাহবুব তালুকদার ও তার স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ১০ জুন ঢাকা ত্যাগ করবেন। চিকিৎসা শেষে ১৬ জুন তারা সেখান থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন। তাদের চিকিৎসার সব ব্যয় বাংলাদেশ নির্বাচন কমিশন বহন করবে বলেও তাতে উল্লেখ করা হয়।