
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম আজ মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিকেল ৫টা পেরিয়ে গেলে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এই সদস্য বিএনপির একমাত্র নারী এমপি হিসেবে সংসদে অংশ গ্রহন করবেন। উল্লেখ্য নব নির্বাচিত সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।