News71.com
 Bangladesh
 28 May 19, 12:51 PM
 188           
 0
 28 May 19, 12:51 PM

সারাদেশে বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় ৬জনের মৃত্যু॥  

সারাদেশে বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় ৬জনের মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ গতকাল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত সারাদেশে ৬ টি পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাদের নেত্রকোনার সংবাদ দাতা জানান, নেত্রকোণার আটপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রবিউল ইসলাম। গতকাল সোমবার দিনগত রাতে ঝড়ে সড়কে উপড়ে পড়া সুপারি গাছ সরাতে গিয়ে উপজেলার মোবারকপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিউল একই গ্রামের আখকের আলীর ছেলে। ঝড়ে পড়া সুপারি গাছ সরাতেই গিয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

আমাদের নাটোর এর সংবাদ দাতা জানান, নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রাগে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আকবর আলী (৩৬)। গতকাল সোমবার সন্ধ্যায় সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আকবর আলী মৃত মো. মিজান আলীর ছেলে। ঘটনার সময় তিনি মসজিদের ছাদে উঠে বাঁশ দিয়ে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগমও (৩০) আহত হন।

আমাদের কুড়িগ্রামের সংবাদ দাতা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মুরছালিন (৮)। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুরছালিন মধ্য অনন্তপুরের আজিজুল ইসলামের ছেলে। জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য অনন্তপুর গ্রামে নিজ বাড়িতে শিশুটে বৈদ্যুতিক সুইচ বোর্ডে মাল্টিপ্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

আমাদের ঢাকার সংবাদ দাতা জানান, ঢাকার সাভারের আশুলিয়ায় বেপরোয়া ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. বদরুজ্জামান গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার মাথা থেতলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

আমাদের মাদারীপুরের সংবাদ দাতা জানান, মাদারীপুরের শিবচরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মর্জিনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা ভ্যানযাত্রী। গতকাল সোমবার বেলা ১১টায় সন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসীধন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার রাজারচর মোল্যাকান্দি এলাকার মৃত ময়ফুল খানের স্ত্রী মর্জিনা বেগম ভ্যানে করে পাঁচ্চর যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে মালেরকান্দি এলাকায় পৌঁছালে তাকে বহনকারী ভ্যানের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়, এতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মর্জিনা। পরে তাকে উপজেলার পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। তবে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

আমাদের চট্টগ্রামের সংবাদ দাতা জানান, চট্টগ্রামের পটিয়ায় বিআরটিসি বাসের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে একজনের প্রাণহানি হয়েছে। নিহতের নাম শামসুল আলম (৫৮)। তার বাড়ি পটিয়া উপজেলার উত্তর হরিণখাইন গ্রামে। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশের শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মিজানুর রহমান গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। জানা যায়, বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মিনিবাসের যাত্রী শামসুল আলম। এ সময় মিনিবাসের আরও চার যাত্রী গুরুতর আহত হন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন