News71.com
 Bangladesh
 27 May 19, 10:46 PM
 111           
 0
 27 May 19, 10:46 PM

সৈয়দ আশরাফ ছিলেন সবার কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব।।কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

সৈয়দ আশরাফ ছিলেন সবার কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব।।কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সৈয়দ আশরাফুলের ব্যক্তিত্ব পদের চেয়ে বড় ছিলো। তিনি ছিলেন সবার কাছে অনুকরণীয়, অনুসরণীয়। তিনি বলেন, ‘সৈয়দ আশরাফ একজন বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং দলমত-নির্বিশেষে সকলের কাছেই অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন সৈয়দ আশরাফ। দেশে ১/১১ এর সময় থেকে শুরু করে একটি কঠিন সময়ে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।’

গতকাল রবিবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর আয়োজনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে সার্কিট হাউজে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এভভোকেট মো. জহিরুল হক খোকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন