News71.com
 Bangladesh
 27 May 19, 11:21 AM
 81           
 0
 27 May 19, 11:21 AM

ঈদের আগেই সংবাদিকদের বেতন পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা॥তথ্যমন্ত্রী

ঈদের আগেই সংবাদিকদের বেতন পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা॥তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ সাংবাদিকেরা সমাজের তৃতীয় নয়ন খুলে দেয় এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঈদের আগে যেসব প্রতিষ্ঠান সংবাদকর্মীদের বেতন-বোনাস পরিশোধ করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ডিএমপিকে গণমাধ্যম প্রতিষ্ঠান বরাবর অনুরোধ পত্র লেখারও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ২৪ বছরে পদার্পণ করায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, আশা করি এই সংগঠনটি আরও অনেক বছর সফলতার সঙ্গে পথ চলবে। সাংবাদিক ইউনিয়ন ভাগ হলেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এখনো একতাবদ্ধ হয়ে তাদের কাজ করে যাচ্ছে। সাংবাদিকেরা সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়, তাদের দায়িত্ব অনেক। আমি আশা করবো সংগঠনটি রাজনীতিমুক্ত থেকে এর দায়িত্ব পালন করতে থাকবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, সাংবাদিকদের জন্য চমৎকার একটি প্লাটফর্ম গড়ে দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির সঙ্গে আমার পথচলা অনেকদিনের, ভবিষ্যতেও আমি এর পাশে থাকবো। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ,সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা. সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শামিউল আহসান দীপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য আব্দুস সামাদ, রাজনীতিবিদ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন