
নিউজ ডেস্কঃ বগুড়া শহরের সাত মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। আজ রবিবার রাত ৮ টার দিকে নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে এই মিছিল করেন।
এতে প্রায় একশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা ‘ভিপি নুরের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাতে ভেঙ্গে দাও বলে স্লোগান দেয়’। এর আগে বগুড়া শাখা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের আমন্ত্রণে ইফতার মাহফিলে যোগ দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত যমুনা টেলিভিশনের একজন সাংবাদিকও হামলার শিকার হন।