News71.com
 Bangladesh
 26 May 19, 11:30 PM
 180           
 0
 26 May 19, 11:30 PM

কৃষি মন্ত্রীর তামাশার বক্তব্যে দেশের কৃষকরা হতাশ ॥ চরমোনাই পীর

কৃষি মন্ত্রীর তামাশার বক্তব্যে দেশের কৃষকরা হতাশ ॥ চরমোনাই পীর

নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতির কারণে কৃষি প্রধান বাংলাদেশে অধিকারহারা কৃষক-শ্রমিক মেহনতি মানুষের আর্তনাদে আকাশ-বাতাস প্রকম্পিত। তিনি বলেন, মিল ফ্যাক্টরিতে শ্রমিক আর মাঠে কৃষকদের দুর্দিন চললেও সরকার তাদের ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। এতে প্রমাণিত হয় সরকার কৃষক-শ্রমিক বান্ধব নয়, লুটেরা বান্ধব। আজ রোববার বিকালে রাজধানীর পুরানা পল্টনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, পাটকল শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে রমজান মাসে প্রচণ্ড তাপদাহের মধ্যে আন্দোলন করার পরেও তাদের পাওনা পরিশোধে সরকারের কার্যকরী কোনো পদক্ষেপ নেই। কৃষক অনেক পরিশ্রমে ফসল উৎপাদন করে ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কৃষিমন্ত্রীর তামাশার বক্তব্যে দেশের কৃষকরা হতাশ।

তিনি বলেন, ইসলামী শ্রমনীতির অনুপস্থিতির কারণে কৃষক-শ্রমিক মেহনতি মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও মজবুত করতে সবার প্রতি আহ্বান জানান চরমোনাই পীর। ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে 'শ্রমিকের প্রকৃত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মাহে রমজানের ভূমিকা' শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা মুহাম্মাদ আশরাফ আলী আকন এবং পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ আব্দুর রহমান, আলহাজ জাহাঙ্গীর আলম, মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন