News71.com
 Bangladesh
 26 May 19, 07:25 PM
 206           
 0
 26 May 19, 07:25 PM

নরেন্দ্র মোদির শপথে শেখ হাসিনার প্রতিনিধি হয়ে দিল্লি যাচ্ছেন মু‌ক্তিযুদ্ধ‌বিষয়কমন্ত্রী॥

নরেন্দ্র মোদির শপথে শেখ হাসিনার প্রতিনিধি হয়ে দিল্লি যাচ্ছেন মু‌ক্তিযুদ্ধ‌বিষয়কমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে অংশ নিতে এবারও নয়াদিল্লির আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মোদির অভিষেক অনুষ্ঠানে যেতে পারছেন না তিনি। পূর্বনির্ধারিত সফরে পরশু মঙ্গলবার তিনি জাপান যাচ্ছেন। সেখানে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে যাচ্ছেন মু‌ক্তিযুদ্ধ‌বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।পূর্বনির্ধারিত জাপান সফরের কারণে ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির অভিষেক অনুষ্ঠানে যেতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবার মোদির অভিষেক অনুষ্ঠানে গিয়েছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান থেকে যাবেন সৌদি আরব। আগামী শুক্রবার জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনেও তাঁর অংশ নেওয়ার কথা আছে। এরপর প্রধানমন্ত্রী ফিনল্যান্ড যেতে পারেন বলে জানা গেছে। সেই হিসেবে প্রধানমন্ত্রী আগামী ঈদুল ফিতরের পর দেশে ফিরবেন।গত বৃহস্পতিবার নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোন করা প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, বিদেশি নেতাদের মধ্যে শেখ হাসিনাই প্রথম মোদির বিজয় নিশ্চিত হওয়ার পরপরই তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এটি দুই দেশের মধ্যে অসাধারণ নিবিড় ও দুই নেতার চমৎকার সম্পর্কের বহিঃপ্রকাশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন