
নিউজ ডেস্ক: বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতে আসিফ উর রহমানকে সভাপতি ও এ কে এম মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ২৫ মে (শনিবার) বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটিকে ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয় এবং কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বায়েজীদ বোস্তামী মিশু , যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিনা কায়সার হিমা, সাংগঠনিক সম্পাদক মো. আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক অর্পন সরকার ও প্রচার সম্পাদক সুমন আহমেদ। বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মারুফ রহমান ভুঁইয়া বলেন, নতুন কমিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজেএসসি'র কার্যক্রমকে গতিশীল করবে।