News71.com
 Bangladesh
 26 May 19, 07:06 PM
 818           
 0
 26 May 19, 07:06 PM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজেএসসি সংসদের নেতৃত্বে আসিফ ও মুশফিকুর রহমান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজেএসসি সংসদের নেতৃত্বে আসিফ ও মুশফিকুর রহমান

নিউজ ডেস্ক: বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতে আসিফ উর রহমানকে সভাপতি ও এ কে এম মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ২৫ মে (শনিবার) বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটিকে ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয় এবং কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বায়েজীদ বোস্তামী মিশু , যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিনা কায়সার হিমা, সাংগঠনিক সম্পাদক মো. আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক অর্পন সরকার ও প্রচার সম্পাদক সুমন আহমেদ। বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মারুফ রহমান ভুঁইয়া বলেন, নতুন কমিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজেএসসি'র কার্যক্রমকে গতিশীল করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন