
নিউজ ডেস্কঃ আজ রোববার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ। এসময় আওয়ামী লীগের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন দলটির উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। পরে আওয়ামী লীগ কার্যালয় থেকে বেরিয়ে তাইফুল ইসলাম টিপু বলেন, বিকেল সোয়া ৪টায় আমরা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দাওয়াতপত্র পৌঁছে দিই। আমাদের কাছ থেকে দাওয়াপত্র গ্রহণ করেছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আগামী ২৮ মে রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করতে যাচ্ছে বিএনপি।
জানা গেছে, সেখানে কারাবন্দি খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সরকারি কারা বিধি অনুযায়ি জনপ্রতি ৩০ টাকা করে ইফতারের আয়োজন করবেন তারা। শায়রুল কবির জানান, আগামী মঙ্গলবার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এই ইফতারের আয়োজন করেছে বিএনপি। যদিও সেখানে সম্মানিত অতিথিদের জন্য উপযুক্ত ইফতার থাকবে । তবে ইফতারে উপস্থিত অতিথিবৃন্দ ছাড়া বিএনপির সকল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে সরকারের কারাবিধি মোতাবেক দেয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার করবেন বলে জানাগেছে।