News71.com
 Bangladesh
 26 May 19, 11:23 AM
 109           
 0
 26 May 19, 11:23 AM

নজরুল আমাদের প্রতিবাদের ভাষা শিখিয়েছেন॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

নজরুল আমাদের প্রতিবাদের ভাষা শিখিয়েছেন॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, নজরুল আমাদের প্রতিবাদের ভাষা শিখিয়েছে। ১৯৭১ সালে নজরুলের লিখনি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরনা জুগিয়েছে। ‘নজরুল-চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগান নিয়ে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে গতকাল শনিবার বিকেলে তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাঃ দীপু মনি বলেন, বঙ্গবন্ধু এবং নজরুলের মধ্যে অসাধারন মিল রয়েছে। তারা মানবতার কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি বলেন, কবি নজরুল আছেন এ দেশের প্রকৃতিতে। তিনি লিখেছেন অসংখ্য গান ও কবিতা ও গজল। তিনি ছিলেন প্রেমের কবি,সাম্যের কবি,মানবতার কবি।

শিক্ষামন্ত্রী আরও বলেন বিদ্রোহী কবিতার জন্য নজরুল জেল ও খেটেছেন।তিনি বলেন বিদ্রোহী কবিতার শতবর্ষ অনুষ্ঠান ভালভাবে পালন করা হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপির সভা পতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ধর্ম মন্ত্রণালয়ের স্থায় কমিটির সভাপতি ও ত্রিশালে সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। এতে স্মারক বক্তা ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ এবং স্বাগত বক্তা ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড.মোঃ আবু হেনা মোস্তফা কামাল। এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে জয়ন্তী উপলক্ষে নজরুল একাডেমি মাঠে তিনদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন