News71.com
 Bangladesh
 24 May 19, 06:24 PM
 93           
 0
 24 May 19, 06:24 PM

হিলিতে কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ॥

হিলিতে কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হিলিতে মজুরের অভাবে ক্ষেতের পাকা ধান নিয়ে বিপাকে পড়া কৃষকের ধান কেটে সহযোগিতা করেছে হাকিমপুর উপজেলা ছাত্রলীগ। আজ শুক্রবার সকালে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একজন কৃষকের জমির ধান কাটে। ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। কৃষকের ধান কাটা কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রুবার সকালে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মুশিদপুর নওপাড়া গ্রামের কৃষক শাহজাহান আলীর খেতের ধান কাটতে যান উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ ব্যাপারে হাকিমপুর উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, মজুরের অভাবে তার ক্ষেতের পাকা ধান নিয়ে বিপাকে পড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ওই কৃষকের ধান কেটে দিয়েছি। আজ শুক্রবার সকালে কৃষকের এক বিঘা ধান কাটা হয়। কৃষক শাহাজান আলী জানান, আমার জমির ধানগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। আমি চিন্তায় পরে গিয়েছিলাম এবারের ঈদে বাচ্চাদের তথা সংসারের খরচ কিভাবে জোগার করবো। আর এমতাবস্থায় ছাত্রলীগের সদস্যরা আমার জমির ধানগুলো কেটে দিয়েছে। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন