News71.com
 Bangladesh
 24 May 19, 06:21 PM
 67           
 0
 24 May 19, 06:21 PM

সরকার কি খালেদা জিয়াকে জেলখানায় মেরে ফেলতে চাচ্ছে ॥ প্রশ্ন মির্জা ফখরুলের

সরকার কি খালেদা জিয়াকে জেলখানায় মেরে ফেলতে চাচ্ছে ॥ প্রশ্ন মির্জা ফখরুলের

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে দাবি করে, তার মুক্তি চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বিএনপি মহাসচিব বলেন, 'সরকারের উচিত ছিল খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে বুলেটিন দেয়া। কিন্তু আজ পর্যন্ত তারা এমন কিছু করেনি। তারা কি খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় জেলখানার মধ্যেই মেরে ফেলতে চায়? তারা কি হত্যা তাকে করতে চায়? আমি আবারও বলতে চাই, তার যদি কোনো ক্ষতি হয় সেজন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে।' খালেদা জিয়া খুবই অসুস্থ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারেন না। আগে বাম হাত নাড়াতে পারতেন না। এখন ডান হাতও নাড়াচাড়া করতে পারছেন না। অবিলম্বে মুক্তি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সরকার রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার প্রাপ্য জামিন না দিয়ে তাকে কারাবন্দি করে রেখেছে। রাজনৈতিকভাবে মোকাবেলা না করে আইন আদালত ব্যবহার করা হচ্ছে। যে সব মামলায় জামিন পাওয়ার কথা তাও দিচ্ছে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এতো দুর্বলতা কেন, নিজের প্রতি এতো আস্থার অভাব কী জন্য? যেহেতু তারা আগের রাতেই তাদের মতো করে ভোট নিয়ে গেছেন, সরকার গঠন করেছেন, তারা জানেন জনগণের কোনো সমর্থন তাদের নেই। সেইজন্য তারা জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে এইভাবে আটক করে রেখে, তাকে চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়ার মুক্তির সঙ্গে পার্লামেন্টে যাওয়ার কোনো সম্পর্ক নেই, আবারও দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আমরা বেগম জিয়ার স্বাস্থ্যের সঙ্গে, চিকিৎসার সঙ্গে, মুক্তির সঙ্গে পার্লামেন্টে যাওয়ার বিষয়টিকে কখনো জড়াইনি। বেগম জিয়ার মুক্তি তো কন্ডিশনাল হবে না। আইনিভাবে হবে, এটা তার প্রাপ্য। সেই জামিনটাই আমরা চাই। আমরা আশা করি, উচ্চ আদালতের কাছে প্রত্যাশা করি, খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন। খালেদা জিয়া রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেননি দাবি করে মির্জা ফখরুল বলেন, তিনি রাজপথে সংগ্রাম করেছেন। স্বৈরাচার সরকারের সঙ্গে আপস করেন নাই। এই কারণে ৯১ সালে জননগণই তাকে ক্ষমতায় এনেছে। বর্তমানে দেশে যেসব জাতীয় নেতা রয়েছেন তাদের মধ্যে খালেদা জিয়া সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন