News71.com
 Bangladesh
 13 Jan 26, 08:53 PM
 2           
 0
 13 Jan 26, 08:53 PM

সচেতনতা বৃদ্ধির লক্ষ‍্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি মাউশির জরুরি নির্দেশনা॥  

সচেতনতা বৃদ্ধির লক্ষ‍্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি মাউশির জরুরি নির্দেশনা॥   

নিউজ ডেস্কঃ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণভোট বিষয়ক সচেতনতামূলক ব্যানার এবং সরকারি যোগাযোগে গণভোটের লোগো প্রদর্শন সম্পর্কিত জরুরি নির্দেশনা দিয়েছে মাউশি। মাধ্যমিক ও উচ্চ অধিদফতরের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই গণভোটের বিষয়ে ভোটারদের ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এমতাবস্থায় গণভোটের বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিকল্পে সূত্রোক্ত স্মারকের নির্দেশনা মোতাবেক সকল সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের লোগো (এর স্বচ্ছ কপি নির্বাচন কমিশনের ওয়বেসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে) ব্যবহার এবং তার আওতাধীন সকল প্রতিষ্ঠানে দুটি করে খাড়া ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন