News71.com
 Sports
 18 Jul 16, 09:30 PM
 667           
 0
 18 Jul 16, 09:30 PM

মন্ত্রী-আমলারা ভারতীয় ক্রিকেট বোর্ডে থাকতে পারবে না : ভারতের সুপ্রিম কোর্ট  

মন্ত্রী-আমলারা ভারতীয় ক্রিকেট বোর্ডে থাকতে পারবে না : ভারতের সুপ্রিম কোর্ট   

 

স্পোর্টস ডেস্ক: মন্ত্রী, সরকারি সুবিধা অধিকারী ও সত্তোরর্ধ্ব কোনো ব্যক্তি ভারতীয় ক্রিকেটে বোর্ডে থাকতে পারবে না বলে এক ঐতিহাসিক রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ সোমবার এই রায় দেয়ার পর সর্বোচ্চ আদালতের নির্দেশ, ‘আগামী ৬ মাসের মধ্যে এই নিয়ম কার্যকর করতে হবে।’

কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক রায় দিলো সুপ্রিম কোর্ট।  বিসিসিআই সম্পর্কে দেয়া এই রায়ের পর সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপ্রতি আর এম লোধা বলেন, ‘সুপ্রিম কোর্টের এমন নির্দেশের পর ক্রীড়াপ্রেমিদের আনন্দ-উল্লাস করা উচিত। ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ এক খবর এটি।’

মন্ত্রী, সরকারি সুবিধা অধিকারী ও সত্তোরর্ধ্ব কোন ব্যক্তি ছাড়াও নয় বছর বা তার বেশি সময় পদাধিকারিরাও বিসিসিআই’র কোন পদে থাকতে পারবেন না বলে রায়ে উল্লেখ করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন