
স্পোর্টস ডেস্কঃ সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই পয়েন্ট খোয়ানোর পর এবার চ্যাম্পিয়নস লিগেও বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ লিগ পর্বের খেলায় ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে জাবি আলোনসোর দল। সফরকারী সিটির হয়ে গোল দুটি করেছেন নিকো ও’রিলি ও আর্লিং হলান্ড। রিয়ালের গোলটি রদ্রিগোর। তিন দিন আগে লা লিগায় সেলতা ভিগোর কাছে হার, লিগ-শিরোপা দৌড়ে বার্সেলোনার কাছে পিছিয়ে পড়া মিলিয়ে কদিন ধরে বেশ চাপেই আছেন রিয়াল কোচ আলোনসো। চাকরি যায়-যায় অবস্থা।
আজ সিটির বিপক্ষে আলোনসোর সেই চাপ আরও বাড়ে খেলা শুরুর আগেই। দানি কারভাহাল ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের পর সিটি ম্যাচ থেকে ছিটকে যান আরেক ডিফেন্ডার এদের মিলিতাও। সঙ্গে যোগ হয়ে আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিও। আগের ম্যাচে হাঁটুতে চোট পাওয়া এই স্ট্রাইকার পুরো ফিট না থাকায় আলোনসো তাঁকে বেঞ্চে রাখেন।