News71.com
 Sports
 12 Jul 23, 04:30 PM
 162           
 0
 12 Jul 23, 04:30 PM

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ।। প্রথম তিন পজিশনে কারা খেলবেন, জানালেন রোহিত

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ।।  প্রথম তিন পজিশনে কারা খেলবেন, জানালেন রোহিত

স্পোর্টস ডেস্কঃ  দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বুধবার (১২ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। এই সিরিজে ব্যাটিং লাইনআপের প্রথম তিন পজিশনে খেলবেন রোহিত শর্মা, যশ্বসী জয়সওয়াল ও শুভমান গিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারত ক্যাপ্টেন রোহিত। রোহিত ও জয়সওয়াল দলের ইনিংস উদ্বোধন করবেন। গিল খেলবেন তিন নম্বর পজিশনে। এ সম্পর্কে রোহিত বলেন, ‘ব্যাটিং পজিশনের ক্ষেত্রে গিল তিন নম্বরে খেলবে। ও নিজেই এটা বলেছে। রাহুল দ্রাবিড়ের সঙ্গে এটা নিয়ে ওর কথা হয়েছে। ও নাকি ৩ ও ৪ নম্বর খেলেই অভ্যস্ত। দলের জন্য এই পজিশনে ও ভালো করতে পারবে বলেই জানিয়েছে।’

 

গিল তিন নম্বরে খেললে দলের জন্যও সেটা ইতিবাচক। কারণ, তখন ওপেনিংয়ে ডান-বাম কম্বিনেশন বজায় রাখা সম্ভব। ডান হাতি রোহিতের সঙ্গে তাই ইনিংস উদ্বোধন করবেন বা-হাঁতি জয়সওয়াল। রোহিত বলেন, ‘গিল তিনে খেললে আমাদের জন্যও ভালো হয়। কারণ, তখন ওপেনিংয়ে ডান-বাম কম্বিনেশন করা হয়। তাই আমরা এটাই করব, দীর্ঘ সময়ের জন্যও।’ ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ডমিনিকার উইন্ডসোর স্টেডিয়ামে। ভেন্যুটি স্পিনারদের জন্য সহায়ক। সেটা বিবেচনায় নিয়েই রবিচন্দ্রনকে একাদশে রাখা হবে বলে জানান রোহিত। তিনি বলেন, ‘উইকেট দেখে মনে হচ্ছে দুজন স্পিনার ও তিনজন পেসার খেলাতে পারব। এখানে ২০১৭ সালে খেলেছি, তখন স্পিনাররা অনেক উইকেট নিয়েছিল।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন