News71.com
 Sports
 28 Jun 22, 10:44 AM
 1245           
 0
 28 Jun 22, 10:44 AM

বাংলাদেশ-পাকিস্তান’ ম্যাচ দিয়ে গড়াবে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ।।

বাংলাদেশ-পাকিস্তান’ ম্যাচ দিয়ে গড়াবে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ।।

স্পোর্টস ডেস্কঃ অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে তার আগে প্রস্তুতির জন্য একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে ক্রিকেট নিউজিল্যান্ড। ত্রিদেশীয় ওই সিরিজ খেলতে বাংলাদেশ ও পাকিস্তান সম্মতি দেয়ায় সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। হ্যাগলি ওভালে ৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড আয়োজন করতে চেয়েছিল ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সে সিরিজ খেলতে বাংলাদেশ আগেই সম্মতি জানিয়েছিল। গত ২৬ জুন সিরিজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচি নিশ্চিত হওয়ার পর পাকিস্তান নিজেদের সম্মতি জানায়। দুদলের সম্মতির ভিত্তিতে স্বাগতিক ক্রিকেট বোর্ড সিরিজের সূচি প্রকাশ করে।

সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। হ্যাগলি ওভালে ৭ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা) শুরু হবে ম্যাচটি। এছাড়া রয়েছে দুটি দিবারাত্রির ম্যাচ, যেগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা)। সেরা দুই দলকে নিয়ে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল। সিরিজের সব ম্যাচের ভেন্যুই ক্রাইস্টচার্চের হাগলি ওভাল।সূচি অনুযায়ী সিরিজ হবে ডাবল হেডার ফরম্যাটে। তিন দলের প্রত্যেকেই একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। এরপরে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুদল মুখোমুখি হবে ফাইনালে।ত্রিদেশীয় সিরিজের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

৭ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা
৮ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, দুপুর ১টা
৯ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, দুপুর ১টা
১০ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সকাল ৯টা
১১ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, সকাল ৯টা
১২ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা
১৪ অক্টোবর - ফাইনাল, সকাল ৯টা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন