News71.com
 Sports
 13 Jun 22, 01:17 PM
 1133           
 0
 13 Jun 22, 01:17 PM

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না ভারত।।

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না ভারত।।

স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে ভারত হেরেছিল ২০০ এর বেশি রান করে। দ্বিতীয় ম্যাচে নিজেদের সংগ্রহটাকেই বড় করতে পারল না তারা। দক্ষিণ আফ্রিকার কাছে রীতিমতো পাত্তাই পায়নি ভারত। চাতকের বাড়াবাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়ারা। আগে ব্যাট করতে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত। জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে সফরকারীরা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। দলীয় ৩ রানে ৪ বলে ১ রান করে আউট হয়ে যান ঋতুরাজ গায়কোয়াড। এরপর শ্রেয়াস আয়ারের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন ঈষাণ কিষাণ। ২১ বলে ৩৪ রান করে কিষাণ ফিরলে এই জুটি ভেঙে যায়। 

অধিনায়ক ঋষভ পান্তও নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি। ৭ বলে ৫ রান করে কেশভ মাহরেজের বলে রাসি ভ্যান ডার ডুসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৩৫ বলে ৪০ রান করে কিছুক্ষণ পর আউট হয়ে যান আয়ারও।  শেষদিকে ২১ বলে ৩০ রান করে দিনেশ কার্তিক। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৪৮ রানের বেশি করতে পারেনি তারা। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন এনরিক নরকিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন