News71.com
 Sports
 10 Jun 22, 09:41 AM
 1266           
 0
 10 Jun 22, 09:41 AM

সুইজারল্যান্ডকে ১ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল স্পেন।।

সুইজারল্যান্ডকে ১ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল স্পেন।।

স্পোর্টস ডেস্ক: ম্যাচ জুড়ে আধিপত্য করে গেল স্পেনই। কিন্তু লক্ষ্যে শট রাখতে পারছিল না তারা। শেষ অবধি এক গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। উয়েফা নেশন্স লিগের এবারের আসরে এটাই প্রথম জয় তাদের। 

প্রথম অর্ধের ১৩তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় স্পেন। মার্কোস ইয়োরেন্তের পাসে কাছ থেকে শটে বল জালে পাঠান মিডফিল্ডার সারাবিয়া। প্রতিপক্ষ অফসাইডের আবেদনও করেছিল। কিন্তু ভিএআরে সিদ্ধান্ত বদলায়নি। যদিও টিভি রিপ্লেতে দেখা মিলেছিল অন্য দৃশ্য। 
প্রথমার্ধের ৭৪ শতাংশ সময় বল পায়ে রেখে লক্ষ্যে তিনটি শট নিয়েছিল স্পেন। অন্যদিকে এই অর্ধে সুইসদের নেওয়া দুই শটের কোনোটিই লক্ষ্যে থাকেনি। দ্বিতীয়ার্ধেও শুরুর দিকে ভালো কোনো সুযোগ পায়নি তারা। স্পেনও পারছিল না আর পরিষ্কার সুযোগ তৈরি করতে। ম্যাচের ৮৬তম মিনিটে উল্টো বিপদে পড়তে বসেছিল তারা। পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে এসে বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন সিমোন। ফাঁকা জাল পেয়েও বাইরে শট করেন ব্রিল এমবোলো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন