News71.com
 Sports
 07 Jun 22, 06:44 PM
 961           
 0
 07 Jun 22, 06:44 PM

বাংলাদেশকে হালকা ভাবে নেয়ার সুযোগ নেই-জামাল ভূঁইয়া।।

বাংলাদেশকে হালকা ভাবে নেয়ার সুযোগ নেই-জামাল ভূঁইয়া।।

নিউজ ডেস্কঃ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামীকাল (৮জুন) বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে ৯৯ ধাপ এগিয়ে রয়েছে বাহরাইন। তবে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকালেও বাংলাদেশকে হালকা ভাবে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তু বলে জানিয়েছেন জামাল। এই সঙ্গে লড়াইটা বাহরাইনের জন্য কঠিন হবে এমন হুশিয়ারি দিয়েছেন দেশের অধিনায়ক। তিনি বলেন, ‘অন্যদলদগুলো মনে করতে পারে, বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। ম্যাচটা আমরা সহজেই জিতে যাবো। তবে আমি তাদের বলে রাখতে চাই ম্যাচটা সহজ হবে না। আমরা নিজেদের মানসিক ভাবে প্রস্তুত করেছি। আগামী ম্যাচগুলোতে আমরা চমক দেখাতে চাই।’ প্রতিপক্ষের প্রতিও পূর্ণ সম্মান রয়েছে জামালের। ম্যাচে টিকে থাকতে কঠিন লড়াই করতে হবে বলে মনে করেন তিনি।

জামাল  বলেন, ম্যাচটা মোটেও সহজ হবে না। তারা শক্ত প্রতিপক্ষ এটা বলার অপেক্ষা রাখে না। আমরা কোচের সঙ্গে এই ম্যাচের পরিকল্পনা করেছে। দলের সকলেই নিজেদেরা প্রস্তুত করে নিয়েছেন।’ ‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ম্যাচে ভালো ফল আশা করতেই পারি। আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করছি। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন