News71.com
 Sports
 27 May 22, 08:16 PM
 1381           
 0
 27 May 22, 08:16 PM

মুমিনুলের সঙ্গে ‘লম্বা’ আলোচনায় বসবো।। পাপন

মুমিনুলের সঙ্গে ‘লম্বা’ আলোচনায় বসবো।। পাপন

নিউজ ডেস্কঃ ১৭ টেস্টে এখন অবধি দেশকে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল হক। পেয়েছেন কেবল ৩ জয়, বাকি ১২ ম্যাচে হার ও দুটিতে ড্র করেছে বাংলাদেশ। সম্প্রতি তার ব্যাট হাতে পারফরম্যান্সও হতাশাজনক। শেষ সাত ইনিংসে দুই অঙ্কের ঘরে নিতে পারেননি ব্যক্তিগত সংগ্রহ। এমন অবস্থায় দিন দিন চাপ বাড়ছে মুমিনুলের ওপর। অধিনায়কত্বের চাপেই ব্যাট হাতেও খারাপ করছেন কি না, উঠছে এমন প্রশ্নও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য মুমিনুলের নেতৃত্ব নিয়ে চিন্তিত নয়। তবে শিগগিরই মুমিনুলের সঙ্গে লম্বা আলোচনায় বসবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন।’ ‘তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক। আজকে ওর সঙ্গে একটু ব্রিফলি বসেছি। সামনে আরও বসবো, কাল-পরশু ওর সাথে লম্বা আলোচনায় বসবো। দেখি আলোচনা করে ও কী মনে করে। আমরা (সমস্যা/সমাধান) বের করে ফেলবো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন