News71.com
 Sports
 24 May 22, 07:41 PM
 698           
 0
 24 May 22, 07:41 PM

মুশফিকের আক্ষেপ, রিভিউ সিদ্ধান্তে ভুল।। তবুও এগিয়ে বাংলাদেশ

মুশফিকের আক্ষেপ, রিভিউ সিদ্ধান্তে ভুল।। তবুও এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র ২৪ রানে ৫ ‍উইকেট হারানো বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়েছে মুশফিক-লিটনের রেকর্ড জুটি। শেষ পর্যন্ত অপরাজিত থাকা মুশফিকুর রহিমের আক্ষেপটা থেকে যাবে ক্যারিয়ারে চতুর্থ ডাবল শতক হাঁকাতে না পারায়। অন্যদিকে অধিনায়ক মুমিনুল হকের সিদ্ধান্তের ভুলে, একটি রিভিউ হারাল বাংলাদেশ। তবে দিনশেষে লঙ্কানদের চেয়ে ২২২ রানে এগিয়ে আছে টাইগাররা।

মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মঙ্গলবার (২৪ মে) বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৪৩ রান। ১২৭ বল মোকাবিলায় ৭০ রানে অপরাজিত ছিলেন দিমুথ করুনারত্নে। তাকে সঙ্গ দেওয়া কাসুন রাজিথা ১১ বল মোকাবিলায় অপরাজিত আছেন কোনো রান ছাড়াই। এর আগে ওয়ান ম্যান আর্মি হয়ে ক্রিজের একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আশা যাওয়া দেখেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। লিটনের বিদায়ের পরে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। ফলে তাকে মাঠ ছাড়তে হয়েছে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি না করতে না পারার আক্ষেপ নিয়ে। ৩৫৫ বল মোকাবিলায় ১৭৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। তার ইনিংসে ২১টি চারের মার ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন