News71.com
 Sports
 21 May 22, 11:14 AM
 700           
 0
 21 May 22, 11:14 AM

ফিফার কাছে অ্যামনেস্টির ক্ষতিপূরণ দাবি।।

ফিফার কাছে অ্যামনেস্টির ক্ষতিপূরণ দাবি।।

স্পোর্টস ডেস্কঃ এবারের বিশ্বকাপের আয়োজক কাতার। শুরু থেকেই বিশ্বকাপ আয়োজকদের নিয়ে প্রশ্ন তুলছিল মানবাধিকার সংস্থাগুলো। বলা হচ্ছিল স্টেডিয়াম নির্মানের সময় বিদেশী শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। এবার সেই অমানবিক আচরণের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে ফিফার কাছে। দাবি তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আরও বেশ কিছু মানবাধিকার সংগঠন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি করা হয়। ক্ষতিগ্রস্থ বিদেশি শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে ৪৪০ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৮৫২ কোটি টাকা) বরাদ্দ করার জন্য ফিফার কাছে আহ্বান জানানো হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ‘২০১০ সালে ফিফা যখন কাতারকে ২০২২ সালে বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারকে নির্বাচন করলো, তখন থেকেই নির্মাণ কাজ শুরু করে কাতার এবং তখন থেকেই তারা বিদেশি শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘণ করে আসছিল। অথচ, ফিফা কাতারে শ্রমিকদের রক্ষায় কী পদক্ষেপ নেয়া হয়েছিল সে সবের কোনো খোঁজ-খবর পর্যন্ত নেয়নি। ফিফা নামক যে সংস্থাটি রয়েছে, তাদের অবশ্যই উচিৎ বিশ্বকাপের প্রাইজমানি থেকে ৪৪০ মিলিয়ন ডলার এসব ক্ষতিগ্রস্থ শ্রমিকদের জন্য বরাদ্ধ দেয়া।’ কাতার সরকার বলছে, তাদের লেবার সিস্টেমে বেশ ভালোই অগ্রগতি হয়েছে। তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগকে অস্বীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন