News71.com
 Sports
 15 Feb 22, 11:01 AM
 194           
 0
 15 Feb 22, 11:01 AM

ব্রাজিলের বিপক্ষে নিষিদ্ধ ৪ আর্জেন্টাইন ফুটবলার॥  

ব্রাজিলের বিপক্ষে নিষিদ্ধ ৪ আর্জেন্টাইন ফুটবলার॥   

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার ফুটবলারদের বিধিনিষেধ ও ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের হস্তক্ষেপে গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ থেকে বঞ্চিত হয় ফুটবল প্রেমীরা। এদিকে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানাচ্ছে , পণ্ড হওয়া সে ম্যাচ পুনরায় মাঠে গড়াবে। তবে ম্যাচে নিষিদ্ধ থাকবেন অভিযুক্ত চার আর্জেন্টাইন ফুটবলার।সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফিফা জানিয়েছে বিষয়টি। তবে ব্রাজিল-আর্জেন্টিনার এ মহারণ কবে মাঠে গড়াবে সে কথা জানানো হয়নি সেই বিবৃতিতে। তবে নতুন ঘোষণা অনুসারে ব্রাজিল হারিয়েছে ম্যাচটা আয়োজন করার দায়িত্ব। ফিফা জানিয়েছে, ম্যাচটা অনুষ্ঠিত হবে নিরপেক্ষ এক ভেন্যুতে।

সেই ম্যাচ নিয়ে ঘোষণা এখানেই শেষ নয়। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশের ফেডারেশনকেই জরিমানার মুখে পড়তে হয়েছে। নতুন ঘোষণা অনুসারে লিওনেল স্কালোনির দলের শক্তি ক্ষুণ্ণ হয়েছে অনেকটাই। সেই ম্যাচে মূল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যাদের খেলাকে ঘিরে, সেই চারজনকে নিষিদ্ধ করেছে ফিফা। সেই চার খেলোয়াড় হলেন- ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভান্নি লো সেলসো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন