News71.com
 Sports
 03 Jul 16, 04:43 PM
 695           
 0
 03 Jul 16, 04:43 PM

পারিশ্রমিকে ক্লাব সতীর্থ মেসিকে ছাড়িয়ে গেলেন নেইমার.....

পারিশ্রমিকে ক্লাব সতীর্থ মেসিকে ছাড়িয়ে গেলেন নেইমার.....

 

নিউজ ডেস্কঃ পাঁচ বছরের নতুন চুক্তির মধ্য দিয়ে ক্লাব সতীর্থ লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন নেইমার! আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলে বার্সেলোনার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন ব্রাজিলিয়ান সেনসেশন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

দু’দিন আগে নেইমারকে ২০২১ সাল পর্যন্ত নিশ্চিত করে বার্সা। নতুন চুক্তি অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় এখন ব্রাজিলিয়ান অধিনায়ক। ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের বার্ষিক বেতন ২৫ মিলিয়ন ইউরো (ট্যাক্স পরিশোধের পর)। বর্তমানে মেসি পাচ্ছেন রেকর্ড ২২ মিলিয়ন ইউরো।

মেসির পর সন্দেহাতীতভাবেই বার্সার আক্রমণভাগের সেরা তারকা নেইমার। ‘আগামীর বিশ্বসেরাকে’ ধরে রাখতে তাই দীর্ঘমেয়াদী বড় অঙ্কের চুক্তি নবায়ন করে কাতালানরা। এর মধ্য দিয়ে নেইমারের ম্যানইউ ও পিএসজিতে পাড়ি জমানোর সব জল্পনা-কল্পনারও অবসান ঘটে।

অবশ্য, মেসি-বার্সা চুক্তি নবায়ন হলে নেইমারের আর শীর্ষস্থানে থাকা হবে না। ইতোমধ্যেই ক্লাবের ইতিহাসের ‘সেরা’ খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি করার ইঙ্গিত দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন