News71.com
 Sports
 03 Dec 21, 10:58 PM
 212           
 0
 03 Dec 21, 10:58 PM

ক্রিকেট॥ স্পিন জাদুতে শ্রীলঙ্কার সিরিজ জয়

ক্রিকেট॥ স্পিন জাদুতে শ্রীলঙ্কার সিরিজ জয়

স্পোর্টস ডেস্কঃ দুই লঙ্কান স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিসের স্পিন জাদুর সামনে দাঁড়াতেই পারলেন না ক্যারিবীয় ব্যাটাররা। শেষ দিনে এই দুজনের ঘূর্ণির কাছেই হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ এবং সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। গল টেস্টের পঞ্চম ও শেষ দিন শুক্রবার উইন্ডিজকে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুললো স্বাগতিকরা। এদিন ৫টি করে উইকেট ভাগ করে নিয়েছেন এম্বুলদেনিয়া ও মেন্ডিস। প্রথম টেস্টে ৭ উইকেট নেওয়া মেন্ডিসের দ্বিতীয় ম্যাচে বোলিং ফিগার দাঁড়ালো ১১/১৩৬। ফলে সিরিজ সেরার পুরস্কার তার হাতেই উঠেছে। আর ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানো ধনাঞ্জয়া ডি সিলভা।

৮ উইকেটে ৩২৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ১৫৩ রানে ব্যাট করছিলেন ডি সিলভা এবং ২৫ রানে সঙ্গ দিচ্ছিলেন এম্বুলদেনিয়া। ৩৯ রানে আউট হওয়ার আগে কয়েকটি বাউন্ডারি হাঁকানো এম্বুলদেনিয়া দিনের তৃতীয় ওভারে জেসন হোল্ডারের শিকার হয়ে ফেরেন। এরপরই ইনিংস ঘোষণা করে দেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৭ রান। ডি সিলভা-এম্বুলদেনিয়ার ১২৪ রানের জুটি টেস্টে নবম উইকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় উইন্ডিজ। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটকে ৬ রানেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেন্ডিস। এরপর তিনে নামা এনক্রুমাহ বোনারকে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামেন জার্মেইন ব্ল্যাকউড। তবে শ্রীলঙ্কাও পুরোদমে স্পিন আক্রমণ শুরু করে। লাঞ্চের ঠিক আগে উইন্ডিজ এম্বুলদেনিয়ার বলে ব্ল্যাকউডকে (৩৬) হারায়। ফলে দ্বিতীয় উইকেট জুটিতে তাদের ৫০ রানের লড়াই শেষ হয়। ২ উইকেট হারিয়ে ২৩২ রানে পিছিয়ে থেকে লাঞ্চে যায় সফরকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন