News71.com
 Sports
 29 Nov 21, 07:03 PM
 157           
 0
 29 Nov 21, 07:03 PM

ছেলেসহ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাবেক অজি ক্রিকেটার শেন ওয়ার্ন॥

ছেলেসহ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাবেক অজি ক্রিকেটার শেন ওয়ার্ন॥

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্ন ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। রোববার মোটরসাইকেল করে যাওয়ার সময় থেকে ছিটকে পড়ে যান প্রায় ১৫ মিটার দূরে। তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী চোট গুরুতর নয় বলে গেছে। ৫২ বছরের এই স্পিনার দুর্ঘটনার পর নিজেই হাসপাতালে গিয়েছিলেন। ওয়ার্নের মনে হয়েছিল পা এবং কোমরে বড় আঘাত পেয়েছেন।

যদিও অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমকে ওয়ার্ন বলেন, বেশ কয়েক জায়গায় কেটে গেছে, একটু ব্যথা রয়েছে।৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গব্বায় শুরু হচ্ছে অ্যাশেজ। সেই প্রতিযোগিতায় ধারাভাষ্য দেওয়ার কথা ওয়ার্নের। সেই দায়িত্ব তিনি পালন করবেন বলেই মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট খেলেছেন ওয়ার্ন। ৭০৮টি উইকেট রয়েছে তার ঝুলিতে। ১৯৪টি আন্তর্জাতিক এক দিনের ম্যাচও খেলেছেন এই স্পিনার। নিয়েছেন ২৯৩টি উইকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন