স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে জয় ভিন্ন কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। ব্যাটিংয়ে মাঝারি সংগ্রহ পাওয়ার পর তাই বাছাই থেকেই বাদ পড়ার শঙ্কা ভর করেছিল সমর্থকদের মনে। অবশেষে সেই শঙ্কা কাটিয়ে সাকিব-মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ওমানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল বাংলাদেশ। মঙ্গলবার বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ২৭ রানে হারিয়েছে টাইগাররা।