News71.com
 Sports
 29 Sep 21, 07:23 PM
 564           
 0
 29 Sep 21, 07:23 PM

ফুটবল॥ অপরিচিত শেরিফে হার রিয়ালের, বড় জয় লিভারপুলের

ফুটবল॥ অপরিচিত শেরিফে হার রিয়ালের, বড় জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্কঃ নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে অপেক্ষাকৃত দুর্বল দল শেরিফের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। তের বারের ইউরোপ চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা মলদোভার দলটি। আরেক ম্যাচে পোর্তোকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। দুটি করে গোল করেছেন সালাহ ও ফিরমিনো। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূন্য ড্র করে আসা রিয়াল ইউরোপ সেরার মঞ্চে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেই দেখল হারের মুখ। ঘরের মাঠে অপরিচিত মলদোভার সঙ্গে যেভাবে খেলল কার্লো আনচেলত্তির দল। তাতে কে বলবে, তিন মৌসুম আগেও এই দল নিয়ে হ্যাট্ট্রিক শিরোপা জিতেছিল মাদ্রিদিস্তানরা। অবশ্য এদিন হ্যাজার্ড, ফর্মের তুঙ্গে থাকা বেনজেমা আর ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে শক্তিশালী আক্রমণভাগ সাজিয়েছিল রিয়াল। তবে ২৫ মিনিটে রক্ষণ অরক্ষিত রাখার জরিমানা দিতে হয় তাদের। ম্যাচে লিড মলদোভার ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা শেরিফের।

দ্বিতীয়ার্ধে হারের লজ্জা এড়াতে আক্রমণের ফুলঝুড়ি নিয়ে বসে বেনজেমারা। ৬৫ মিনিটে সে চাপ সামলাতে না পেরেই ডি বক্সে ভিনিসিয়াসকে ফাউল করে বসে। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করলেন না করিম বেনজেমা। ম্যাচের বাকি সময় শেরিফের জালে আক্রমণ শানায় বেশি ওই রিয়ালই। কিন্তু কাজের কাজটা করে শেরিফই। ম্যাচের অন্তিম মুহূর্ত থিলের গোলে এমন থ্রিল! ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শেরিফ। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। এদিকে আরেক ম্যাচে পর্তুগালে লিভারপুলের বিপক্ষে নামে স্বাগতিক ক্লাব পোর্তো। ম্যাচের ৮ মিনিটে প্রথম আক্রমণ থেকে এগিয়ে যায় অলরেডরা। কার্টিস জোন্সের শট গোলরক্ষক ফেরালেও ফিরতি ভলিতে বল জালে পাঠান মোহাম্মদ সালাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন