News71.com
 Sports
 29 Sep 21, 07:21 PM
 490           
 0
 29 Sep 21, 07:21 PM

পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাহী ওয়াসিমের পদত্যাগ॥

পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাহী ওয়াসিমের পদত্যাগ॥

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান নিজেদর পদ থেকে সরে দাঁড়ালেন। তার সঙ্গে বর্তমান চুক্তি শেষ হওয়ার ৪ মাস আগেই পদত্যাগ করলেন। ২০১৯ সাল থেকে ৩ বছরের চুক্তিতে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওয়াসিম।ওয়াসিমের এমন হঠাৎ সরে যাওয়া নিয়ে পিসিবির সদ্য নতুন নির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা বুধবারই এক সভা ডেকেছেন।

পিসিবি ওয়াসিমের সরে যাওয়ার খবর এক বিবৃতি দিয়ে নিশ্চিত করে, ওয়াসিম খানের প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে। এই ব্যাপারটির মীমাংসা করতে আজই সভা ডাকা হয়েছে। এদিকে রমিজ রাজা বোর্ডের চেয়ারম্যান হিসেবে আসার পর এনিয়ে দেশটির ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ের ৩জন পদত্যাগ করলেন। এর আগে হেড কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসও সরে যান। সম্প্রতি পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড তাদের সিরিজ বাতিল করে। আর এই ঘটনার পরই বিভিন্ন মহল থেকে প্রধান নির্বাহী ওয়াসিম খানকে দোষারোপ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন