News71.com
 Sports
 28 Sep 21, 08:15 PM
 256           
 0
 28 Sep 21, 08:15 PM

ফুটবল॥পিএসজি-ম্যানসিটি দ্বৈরথ-চোট কাটিয়ে খেলতে প্রস্তুত মেসি

ফুটবল॥পিএসজি-ম্যানসিটি দ্বৈরথ-চোট কাটিয়ে খেলতে প্রস্তুত মেসি

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। এমনিতেই ইউরোপের দুই জায়ান্ট ক্লাবের এই দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে অন্যরকম উন্মাদনা দেখা যায়। কিন্তু এবার সেই উন্মাদনার মাত্রা আরও বাড়বে সন্দেহ নেই। কারণ বহুদিন পর ফের মুখোমুখি হচ্ছেন পেপ গার্দিওলা-লিওনেল মেসি। একসময় বার্সেলোনায় গার্দিওলা-মেসির গুরু-শিষ্যের জুটি ছিল বিশ্বসেরা। বার্সায় এক মৌসুমে গার্দিওলার ছয় শিরোপা জেতার নায়কও মেসি। কাতালান কোচ ক্যাম্প ন্যু ছাড়ার পর প্রিয় শিষ্যের মুখোমুখি হয়েছেন দুই মৌসুমে। দুই মৌসুমের ৪ বারের দেখায় মেসি গোল করেছেন ৬টি, গার্দিওলার দলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে কোনো একজন খেলোয়াড়ের যা সর্বোচ্চ। এর মধ্যে বার্সার মাঠে সিটিজেনদের বিপক্ষে মাত্র ২ ম্যাচেই ৪ গোল করেছেন মেসি। বাকি দুই গোল এসেছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। মজার ব্যাপার হচ্ছে, এই মৌসুম শুরুর আগে অবশ্য ফের একবার জুটি বাঁধতে পারতেন মেসি-গার্দিওলা। গত মৌসুমে মেসিকে পেতে সর্বোচ্চ চেষ্টা করেও পায়নি ম্যানচেস্টার সিটি। এবার বিনা পয়সায় কেনার সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি গার্দিওলার দল। ৫ আগস্ট ১০০ মিলিয়ন পাউন্ডে জ্যাক গ্রিলিশকে কেনে ম্যানসিটি। সেদিনই বার্সেলোনা জানিয়ে দেয়, মেসি আর ন্যু ক্যাম্পে থাকছেন না! নাটকীয়ভাবে ছয়বারের এই ব্যালন ডি’অর জয়ী পাড়ি জমান পিএসজিতে। ফলে মেসি ও গার্দিওলা ফের একে অন্যের প্রতিপক্ষ হিসেবেই দেখা দিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন