News71.com
 Sports
 28 Sep 21, 08:14 PM
 233           
 0
 28 Sep 21, 08:14 PM

হৃদরোগে আক্রান্ত হলেন পাক ক্রিকেটার ইনজামাম॥ হাসপাতালে ভর্তি

হৃদরোগে আক্রান্ত হলেন পাক ক্রিকেটার ইনজামাম॥ হাসপাতালে ভর্তি

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিংবদন্তি এই ক্রিকেটারকে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বলে স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেইনফো। ইনজামামের অসুস্থতা নিয়ে তার ম্যানেজার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, গত তিন দিন ধরেই সাবেক এই ক্রিকেটার বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। যদিও এ ক’দিন তিনি বাড়িতেই ছিলেন।

সোমবার সন্ধ্যায় হঠাৎ করে বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এরপরই চিকিৎসকরা তার অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। তবে অনুরাগীদের জন্য স্বস্তির খবর হচ্ছে, ৫১ বছর বয়সী ইনজামামের অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতাল সূত্রেই এখন খবর জানানো হয়েছে। তবে আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালেই থাকবেন। পাকিস্তানের জার্সিতে সবচেয়ে সফল অধিনায়কদের একজন ইনজামাম উল হক। ১৯৯২ সালে পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জয়ের পর বিশ্বক্রিকেটে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন