News71.com
 Sports
 23 Sep 21, 11:38 AM
 646           
 0
 23 Sep 21, 11:38 AM

পাকিস্তানকে আফগানিস্তানের ‘আমন্ত্রণ॥

পাকিস্তানকে আফগানিস্তানের ‘আমন্ত্রণ॥

স্পোর্টস ডেস্কঃ নিরাপত্তা শঙ্কায় নিউজিল্যান্ড ক্রিকেটের সিরিজ বাতিলের পর পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড ক্রিকেট দলও। এমতাবস্থায় খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানকে ওয়ানডে সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বুধবার (২২ সেপ্টেম্বর) সদ্য নির্বাচিত এসিবি চেয়ারম্যান আজিজউল্লাহ ফজলি জানায়, চলতি সপ্তাহের শেষদিকে তিনি পাকিস্তান সফরে যাবেন এবং আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজের ব্যাপারে আলোচনা করবেন। এদিকে আফগানিস্তানে তালিবানরা নারী ক্রিকেটারদের খেলতে না দেওয়ায় ক্রিকেটাঙ্গনে সমালোচনার ঝড় বইছে। ধারণা করা হচ্ছে দেশটিকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করবে আইসিসি। এসব বিষয় এড়িয়ে আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপিকে কাবুল থেকে ফোনের মাধ্যমে ফজলি বলেন, ‘২৫ সেপ্টেম্বর থেকে আমি পাকিস্তান থেকে শুরু করে ভারত, বাংলাদেশ এবং আরব আমিরাত সফরে যাব এবং ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলবো।’

ফজলি আরও জানায়, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নবনির্বাচিত সভাপতি রমিজ রাজার সঙ্গে দেখা করবেন এবং ‘পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজের জন্য আমন্ত্রণ জানাবেন।’ এর আগে যোগাযোগ সমস্যার কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারেনি আফগানিস্তান। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার কথা থাকলেও সেখানে করোনা ভাইরাস মহামারি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় সেটিও বাতিল হয়। এ সিরিজটি ২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বের অংশ ছিল। এমতাবস্থায় ক্রিকেটের সমস্যা চাপিয়ে উন্নয়নের ব্যাপারে ফজলি বলেন, ‘অন্যন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে আমরা আফগানিস্তান ক্রিকেটের উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন