স্পোর্টস ডেস্কঃ কিলিয়ান এমবাপ্পেকে পেতে এরইমধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু লস ব্ল্যাঙ্কোসদের প্রস্তাব পছন্দ হয়নি পিএসজির। রিয়াল যা দিতে চায়, ফরাসি জায়ান্টদের চাওয়া তার চেয়ে ঢের বেশি। ফরাসি সংবাদমাধ্যমগুলোর বরাতে ‘মার্কা’ দাবি করেছে, এমবাপ্পের জন্য রিয়ালের ১৬০ মিলিয়ন ইউরোর অফার ফিরিয়ে দিয়েছে পিএসজি। প্যারিসিয়ানরা ফরাসি ফরোয়ার্ডের জন্য চায় ২২০ মিলিয়ন ইউরো। এমবাপ্পে যে রিয়ালে যেতে ইচ্ছুক তা গতকাল বুধবার নিশ্চিত করেছেন পিএসজির পরিচালক লিওনার্দো। তবে তিনি কিছু শর্ত আরোপের কথাও বলেছেন। আর সেই শর্তগুলো পূরণ হলেই কেবল দুই পক্ষে আলোচনা চলবে। ৪ বছর আগে মোনাকো থেকে এমবাপ্পেকে কিনেছিল পিএসজি।
চুক্তি স্বাক্ষরের সময় ফরাসি ক্লাবটির পক্ষ থেকে তাকে দেওয়া কথা অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে অন্য কোনও ক্লাব যদি তাকে পেতে চায়, তাহলে ১৬০ মিলিয়ন ইউরোর চেয়ে অনেক বেশি খরচ করতে হবে। ২০১৭ সালে ১৪৫ মিলিয়ন ইউরো খরচ করে এমবাপ্পেকে পেয়েছিল পিএসজি। আর চুক্তি নবায়ন বা ক্লাব পরিবর্তন করলে মোনাকোকে আরও ৩৫ মিলিয়ন ইউরো দিতে হবে তাদের। অর্থাৎ এমবাপ্পেকে বেচে ৪০ মিলিয়ন ইউরো লাভ করতে চায় পিএসজি। যদিও এক মৌসুম পরেই বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে বিনা ট্রান্সফার ফিতেই কিনতে পারবে রিয়াল।