News71.com
 Sports
 26 Aug 21, 11:44 AM
 535           
 0
 26 Aug 21, 11:44 AM

অনলাইন বুলিং নিয়ে মুখ খুললেন ক্রিকেটার তামিম ইকবাল॥

অনলাইন বুলিং নিয়ে মুখ খুললেন ক্রিকেটার তামিম ইকবাল॥

স্পোর্টস ডেস্কঃ সাইবার বুলিং থেকে বিরত থাকার অনুরোধ করলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে লাইভে যুক্ত হয়ে এই অনুরোধ করেন তামিম। লাইভ আড্ডায় কথা বলেছেন ক্রিকেট ক্যারিয়ার নিয়েও। খারাপ সময়ে বাংলাদেশ দলের পাশে থাকার অনুরোধ করলেন তিনি। পাশাপাশি জানালেন ক্রিকেট ক্যারিয়ারের তার ইচ্ছার কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর বাংলাদেশে নিউজিল্যান্ড। আবারও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে ঘোষিত দল আছে কোয়ারেন্টাইনে। কিন্তু ইনজুরির কারণে নেই তামিম ইকবাল।

বুধবার (২৫ আগস্ট) রাতে একটি প্রতিষ্ঠানের ফেসবুক পাতায় আসলেন আড্ডায়। যুক্ত ছিলেন সংগীত শিল্পি তাহসানও। প্রায় ঘণ্টাব্যাপী গল্প আড্ডায় উঠে এসেছে নানা বিষয়। জাতীয় দলের জার্সিতে বরাবরই নিজের সেরা পারফরম্যান্স করার চেষ্টা করেন তামিম ইকবাল। তবে খারাপ সময় যখন যায় তখন নানা সমালোচনায় পড়তে হয়। সেটা শুধু ক্রিকেটের ক্ষেত্রে নয়। অন্য পেশার মানুষদেরও শিকার হতে হয়েছে অনলাইন বুলিংয়ের। তা নিয়ে মুখ খুললেন ওয়ানডে অধিনায়ক। অনুরোধ জানালেন, অনলাইনে বাজে মন্তব্য থেকে বিরত থাকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন