News71.com
 Sports
 18 Aug 21, 06:41 PM
 388           
 0
 18 Aug 21, 06:41 PM

ফুটবল॥ বসুন্ধরা কিংসকে ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে এএফসি

ফুটবল॥ বসুন্ধরা কিংসকে ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে এএফসি

স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের ৯ মে এএফসি কাপের মূল পর্বে খেলতে মালদ্বীপে যাওয়ার জন্য তৈরি হয়েও যেতে পারেনি বসুন্ধরা কিংস। অনিবার্য কারণে এএফসি কর্তৃক খেলা বন্ধ ঘোষণা করায় বিমানবন্দরে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই সিদ্ধান্ত বদলাতে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। এমতাবস্থায় বিমান টিকিট ও হোটেল বুকিং করায় অনেক টাকা ক্ষতির সম্মুখীন হয়েছিল ক্লাবটি। অবশেষে ক্ষতিপূরণ হিসেবে এএফসি থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ টাকা পাচ্ছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

কয়েক মাস আগে বসুন্ধরা কিংসের কাছে মালদ্বীপ সফরের জন্য খরচের বিষয় জানতে চেয়েছিল এএফসি। এরপর হোটেল ভাড়ার খরচসহ বিমান টিকিটের ভাউচার এএফসিকে দিয়েছিল ক্লাবটি। প্রায় তিন মাস পর অবশেষে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ক্ষতিপূরণ হিসেবে ৫৭ হাজার ১৫৭ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ লাখ ৪৫ হাজার টাকা) বুঝিয়ে দিচ্ছে এশিয়ার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। মালদ্বীপে অনুষ্ঠিতব্য ওই টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর আবারও জুনে টুর্নামেন্টটির নতুন সূচি দেয় এএফসি। তবে সেই সূচিও বদল হয়েছিল। এবার নতুন করে সূচি ঘোষণার পর ১২ আগস্ট বসুন্ধরা কিংস রওনা দেয় মালদ্বীপে। আজ (১৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বসুন্ধরার এবারের এএফসি অভিযান। গত মৌসুমে বাতিল হওয়া এএফসির টুর্নামেন্টে মাত্র একটা ম্যাচই খেলতে পেরেছিল বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওই ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছিল অস্কার ব্রুজোনের দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন