News71.com
 Sports
 18 Aug 21, 12:52 PM
 388           
 0
 18 Aug 21, 12:52 PM

ফুটবল॥ টানা নবম বারের মত জার্মান সুপারকাপ জিতল বায়ার্ন মিউনিখ

ফুটবল॥ টানা নবম বারের মত জার্মান সুপারকাপ জিতল বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্কঃ বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা নবম শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন ক্লাবটির পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোস্কি। তবে টান টান উত্তেজনার ম্যাচে ডর্টমুন্ডের দুটি গোল অফ সাইডের কারণে বাতিল না হলে ফলাফল ভিন্ন হতে পারতো। ম্যাচের শুরুতে ছিলেন জার্ড মুলার। শেষেও জার্ড মুলার। না থেকেও যেন মাঠে আছেন জার্মানির সদ্য প্রয়াত সর্বকালের অন্যতম সেরা সেরা তারকা। জার্মান সুপার কাপে কি দারূণই না একটা ফাইনাল উপভোগ করলো বিশ্ব। বরুশিয়ার মাঠে টানা নবম বারের মত বায়ার্নের শিরোপা উৎসব। ট্রফিটাও যেনো উৎসর্গ করা হল জার্ড মুলারকেই।

অথচ বরুশিয়ার ঘরের মাঠে খেলতে এসে ম্যাচ শুরুর আগে কাগজে কলমে চাপে ছিল বায়ার্ন মিউনিখই। দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় পায়নি নতুন কোচ নাগেলসম্যান। সাইডবেঞ্চেও এক গাদা ইনজুরি। প্রতি মৌসুমের শুরতে বুন্দেস লিগা আর জার্মান কাপের দুই চ্যাম্পিয়নের লড়াই দেখতে গ্যালারিতে ঢল নামে। ম্যাচের প্রথম আধঘন্টা দুই দলেরই ভয় ধরানো আক্রমণ আভাস দিচ্ছিল জমজমাট এক ফাইনালের। ৩৫ মিনিটে ল্যাচ অন্তোর গোল অফ সাইডে বাতিল না হলে তো চ্যাম্পিয়নদের বিপক্ষে এগিয়েই গিয়েছিল বরুশিয়া! অবশেষে ফাইনালের ডেডলক ভাঙে প্রথমার্ধের ৪১ মিনিটে। সার্জ় জিনাব্রির লম্বা পাস মাথায় ছুঁইয়ে নিশানাবাজী করেন বায়ার্ন সুপারস্টার রবার্ট লেওয়ান ডস্কি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে বাভারিয়ানরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন