স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই লিডস ইউনাইটেডকে বিশাল ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের গোল উৎসবের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফের্নান্দেস। ৪ গোলে অবদান রেখেছেন পল পগবা। শনিবার ওল্ড ট্রাফোর্ডে ৫-১ গোলে জিতেছে ওলে গানার সুলশারের দল। ফের্নান্দেস ছাড়া দলটির বাকি দুই গোলদাতা ম্যাসন গ্রিনউড ও ফ্রেদ। লিডসের হয়ে একটি গোল শোধ করেন ডিফেন্ডার লুক আইলিং।এই জয়ে একটি রেকর্ড গড়েছে ম্যানইউ। এই নিয়ে ১৯ বার জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল দলটি। ১৮ জয় নিয়ে দ্বিতীয় স্থানে চলে গেছে চেলসি। খেলার শুরুতে ভালো লড়াই করছিল লিডস। কিন্তু ৩০তম মিনিটে পগবা ও ফের্নান্দেসের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে পগবার উঁচু করে বাড়ানো বল ডান পা দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের শটে জাল খুঁজে নেন ফের্নান্দেস। ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যান পগবারা।