News71.com
 Sports
 13 Aug 21, 01:51 PM
 357           
 0
 13 Aug 21, 01:51 PM

নিউজিল্যান্ড দ্বিতীয় সারির স্কোয়াড দেওয়ায় অবাক ডমিঙ্গো॥

নিউজিল্যান্ড দ্বিতীয় সারির স্কোয়াড দেওয়ায় অবাক ডমিঙ্গো॥

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার এবার বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। অজিদের মূল দলের প্রায় অর্ধেক ক্রিকেটার বাংলাদেশ সফরে আসেননি। একই কাজ করেছে কিউইরাও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) প্রাধান্য দিয়ে এ সফরে থাকছেন না নিউজিল্যান্ডের মূল দলের কোনো ক্রিকেটার। কিউইদের এমন স্কোয়াড দেখে বিস্মিত টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। 

মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও দল ঘোষণা করেছিল কিউইরা। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে মূল দলের ক্রিকেটাররা থাকলেও বাংলাদেশ ও পাকিস্তান সফরে থাকছেন না কোনো তারকা ক্রিকেটার।  এ ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে আমি অবাক হয়েছি। তবে নিউজিল্যান্ডে এখন প্রচুর ভালো ক্রিকেটার রয়েছে। তাদের অনেক ক্রিকেটার আইপিএলে খেলে। তারা কোন ক্রিকেটারকে বাংলাদেশে পাঠাচ্ছে এটা দেখে আমি অবাক নই। অবাক লাগছে এটা দেখে যে বাংলাদেশে যারা খেলবে তাদের কেউ বিশ্বকাপে খেলবে না। এখানকার কন্ডিশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো হতো।’v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন