News71.com
 Sports
 29 Jun 16, 10:01 AM
 671           
 0
 29 Jun 16, 10:01 AM

লিওলেন মেসির অবসরে যাওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণগুলো.....

লিওলেন মেসির অবসরে যাওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণগুলো.....

স্পোর্টস ডেস্ক: নিজেও কাঁদলেন, সবাইকে কাঁদালেনও! কোপা ফাইনাল দেখতে দেখতে চোখে জল, এবারও হল না। ফুটবল ঈশ্বর নিজেই কাঁদছেন, মুখ ঢাকছেন নীল সাদা জার্সিতে, সেই দৃশ্যে ভক্তকুল ব্যকুল-আকুল কুল হারানো অবস্থা! তারপরেই অবসরের ঘোষণা! মেসির অবসরের পিছনে যে ৫টি কারণ জানা যায়-

১.হারের হ্যাটট্রিক। কোপা আমেরিকা, বিশ্বকাপ আবারও কোপা আমেরিকা-পরপর তিনবার ফাইনালে গিয়ে পরাজিত সৈনিকের মত রোসারিওতে ফিরেছেন লিওলেন মেসি।

২.মেসি ছাড়াই তো কোপাতে চিলিকে হারিয়েছিল আর্জেন্টিনা। ফাইনালে মেসি ছিলেন, তবুও হার।

৩.আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মেসির প্রতি একেবারে কট্টর! খুব অনমনীয়। সহানুভূতিশীল নয়। কোপা চলাকালীন ফুটবল অ্যাসোসিয়েশনের কাজে ক্ষুব্ধ ছিলেন মেসি, কটাক্ষও করেন। পর মুহূর্তেই আবার ক্ষমাও চান। এই ডামাডোলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আর মেসি সম্পর্ক আরও খারাপ দিকেই এগিয়ে যায়।

৪.ভক্তদের অনবরত চাপ, গণমাধ্যমের মেসি সমালোচনা। ৫ বার বিশ্বসেরা ফুটবলারের তকমা ফিফা ব্যালন ডি'অর জিতেও দেশের হয়ে হাত শূন্য মেসির।

৫.মেসি ভালো, আরও ভালো, আরও আরও ভালো। অথচ আর্জেন্টিনার হার। এই মিথ ভাঙতে পারত ২০১৬ কোপা আমেরিকা। মেসিরই পেনাল্টি মিস। ২৩ বছর পর কোনও বড় প্রতিযোগিতা জেতার সুযোগ আবারও হাত ছাড়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন