স্পোর্টস ডেস্কঃ প্রথম টেস্টের প্রথম দিনে ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। ভারতীয় বোলারদের দাপটে ১৮৩ রানেই শেষ স্বাগতিকদের প্রথম ইনিংস। তবে ইংলিশ ব্যাটসম্যানদের একেবারে বেহাল দশার দিনে ইতিহাস গড়েছেন অধিনায়ক জো রুট। বুধবার (৪ আগস্ট) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে টসে জিতে ব্যাটিং নেয় স্বাগতিকরা। কিন্তু ভারতীয় বোলাদের দাপটে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই সেভাবে টিকতে পারেননি। এদিন আর স্যাম কুরান অপরাজিত ২৭ করে কিছুটা লড়াই করার চেষ্টা করেছেন। বাকিদের দশা খুবই করুণ। দ্বিতীয় সর্বোচ্চ রান জনি বেয়ারস্টোর। তিনি ২৯ রান করেছেন। একমাত্র জো রুট সর্বোচ্চ ৬৪ রান করেছেন।
তবে দলের ব্যাটিং অর্ডারের এই করুণ পরিস্থিতির মধ্যেও ইতিহাস গড়ে ফেললেন জো রুট। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন ৩০ বছর বয়সী অধিনায়ক। টপকে গেলেন অ্যালেস্টার কুককে। এতদিন ৩৮৭টি ইনিংসে অ্যালেস্টার কুকের রান ছিল ১৫ হাজার ৭৩৭। বুধবার আর ২২ রান করলেই কুককে টপকে যেতেন জো রুট। এদিন ৩৩ ওভারে মোহাম্মদ সিরাজের শেষ বলে খুব সুন্দর একটি কভার ড্রাইভ মেরে অ্যালেস্টার কুককে টপকে যান রুট। মোট ৬৪ রান করেছেন ইংলিশ অধিনায়ক।