স্পোর্টস ডেস্কঃ বাংলার জমিনে যেন জমিদারের আগমন। অস্ট্রেলিয়া দলের সফর ঘিরে ব্যাপারটা এমন মনে হতে পারে যে কারোরই। একের এক আবদার করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর তাদের দাবি চাহিদা মাফিক পূরণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চাহিদার যেন অন্ত নেই। একের পর এক শর্ত দিয়েই যাচ্ছে অজি কর্তৃপক্ষ। শর্তের ফুলঝুরিতে যোগ হলো আরও একটি অবাক করা শর্ত। খেলা শেষে বাংলাদেশের ক্রিকেটার কিংবা আম্পায়ারদের সাথে হাত মেলাবে না তারা। যা নতুন বাহানা অস্ট্রেলিয়া দলের। বাংলাদেশ সফরে আসার আগ থেকেই করোনার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার একের পর আবদার মিটিয়ে এক রকম ক্লান্ত বিসিবি। কিন্তু তারপরও নিত্যনতুন চাহিদা পূরণ করতে হচ্ছে। এই যেমন হাত তো মেলাবেই না এমনকি কনুইও মেলাবে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
চাওয়া আছে আরও একটা। আর তা হলো, ছক্কা হলে ওই বল আর ধরবে না অজি ক্রিকেটাররা। দিতে হবে নতুন বল। খেলা হবে নতুন বল দিয়েই। অর্থাৎ যতবারই ছক্কা হাঁকানোর ওই বল গ্যালারিতে আছড়ে পড়বে ততবারই পরিবর্তন হবে বলের। খেলা হবে নতুন বলে। করোনা পরবর্তীকালে ক্রিকেটে অনেক নিয়মের পরিবর্তন এসেছে। কিন্তু ছক্কা হাঁকানোর পর নতুন বল ব্যবহারের ব্যাপারটি এবারই প্রথম ঘটতে যাচ্ছে ক্রিকেটে। বিসিবিও অবশ্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে জামাই আদরের পুরোটা উজাড় করে দিতে সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে।