স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ১-১ ব্যবধানের সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভার অনন্য ব্যাটিংয়ে ইনিংসের ২ বল বাকি থাকতে জয় পায় লঙ্কানরা। আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডি সিলভা ৩৪ বলে ১টি চার ও সমান ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন। এছাড়া ৩১ বলে ৩৬ রান করেন ওপেনার মিনোদ ভানুকা। ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ২টি উইকেট লাভ করেন। টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মন্থর উইকেটের কারণে ইনিংস বড় করতে পারেনি ভারত। সর্বোচ্চ ৪২ বলে ৪০ করেন শিখর ধাওয়ান। দেবদূত পাড়িকালের ব্যাট থেকে আসে ২৯ রান। লঙ্কান বোলার আকিলা ধনাঞ্জয়া ২টি উইকেট পান। ম্যাচ সেরা নির্বাচিত হন ধনাঞ্জয়া ডি সিলভা।