স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে সফর শেষে আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল ৯ টায় ঢাকায় ফেরার কথা রয়েছে টাইগারদের। অন্যদিকে, বিকেল ৪টায় একটি বিশেষ বিমানে ঢাকা আসবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। এক মাসের লম্বা সফরে গেল ২৯ জুন আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। পূর্বে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল ২৭ জুলাই। তবে, সিরিজের সূচির পরিবর্তন আসে।কিন্তু, বাংলাদেশ দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সবারই ফেরার টিকিট অনেক আগে থেকেই ২৯ জুলাই কাটা ছিল। তাই রোববার সিরিজ শেষ হলেও, বাড়তি ৩ দিন জিম্বাবুয়েতেই থাকতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের।
বৃহস্পতিবার ঢাকায় ফিরে সরাসরি টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল। তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি মিশনে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৬,৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলাগুলো দিবারাত্রি হবে, তবে ঠিক কয়টায় ম্যাচ শুরু হবে তা এখনো ঠিক করেনি বিসিবি। বাধ্যতামূলক ১০ দিনের বায়োবাবলের শর্ত পূরণ করতে না পারায় সিরিজে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। পারিবারিক কারণে নেই লিটন দাস।