News71.com
 Sports
 27 Jul 21, 11:09 PM
 351           
 0
 27 Jul 21, 11:09 PM

টোকিও অলিম্পিক॥ এখন পর্যন্ত পদক তালিকার শীর্ষে জাপানv

টোকিও অলিম্পিক॥ এখন পর্যন্ত পদক তালিকার শীর্ষে জাপানv

স্পোর্টস ডেস্কঃ টোকিও অলিম্পিকের তৃতীয় দিনে স্বর্ণজয়ের দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছে জাপান। স্বাগতিক জাপান আটটি ও যুক্তরাষ্ট্র সাতটি স্বর্ণ জিতে পেছনে ফেলেছে চীনকে। সব মিলিয়ে জাপানের পদক সংখ্যায় কম কিন্তু স্বর্ণ জেতায় শীর্ষে আছে স্বাগতিকরা।তৃতীয় দিনে চীনা অ্যাথলিটরা কোনো স্বর্ণপদক জিততে পারেনি। তাই সহজেই চীনকে টপকে যায় যুক্তরাষ্ট্র এবং জাপান। এখন পর্যন্ত ৮টি স্বর্ণ, ২টি রৌপ্য-পদক আর ৩টি ব্রোঞ্জসহ ১৩টি পদক জাপানের ঝুলিতে। যুক্তরাষ্ট্রের ৭টি স্বর্ণসহ পদক সংখ্যা ১৪টি। আর চীনাদের ঝুলিতে গেছে ১৮টি পদক। তবে স্বর্ণ কম পাওয়ায় পিছিয়ে আছে তারা। পদক জয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে রাশিয়া ও ব্রিটেন।  

টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে হেরে আফসোসে পুড়তে হয়েছে চীনকে। গেল তিনটি অলিম্পিকে এই ইভেন্টে যে তারাই সেরা। প্রথমবারের মতো হওয়া মিশ্র দ্বৈতের ইভেন্টে জাপানের জুন মিজুতানি ও মিমা ইতো জুটি চীনের জিন জু ও শিওয়েন লিউকে ৪-৩ সেটে হারিয়ে দিয়েছেন। ফেবারিট চীন প্রথম দুই সেট জিতেও শেষ পর্যন্ত হেরে গেছে। ফলে হাতছাড়া হয়েছে নিশ্চিত একটি স্বর্ণ পদক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন