News71.com
 Sports
 23 Jul 21, 11:23 AM
 412           
 0
 23 Jul 21, 11:23 AM

টোকিও অলিম্পিক শুরুর আগে বরখাস্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান॥

টোকিও অলিম্পিক শুরুর আগে বরখাস্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান॥

স্পোর্টস ডেস্কঃ টোকিও অলিম্পিক ঘিরে বিতর্কের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এবার আসর গড়ানোর একদিন আগেই বরখাস্ত করা হলো টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধানকে। অলিম্পিকের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বহু পুরনো একটি কৌতুক চিত্রনাট্যের জন্য উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান কেন্টারো কোবায়াসিকে বরখাস্ত করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, হলোকাস্ট (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা) নিয়ে মজা করছেন কেন্টারো। হলোকাস্টের শিকার হয়েছিলেন প্রায় ৬০ লাখ ইহুদী। টোকিও অলিম্পিকের প্রধান সেইকো হাসিমতো বলেন, 'একটি পুরনো ভিডিও সামনে এসেছে।


সেখানে দেখা যাচ্ছে একটি দুঃখজনক ঘটনা নিয়ে মজা করছেন কেন্টারো। এর পরেই তাকে বরখাস্ত করা হয়।’ ভিডিওটি ১৯৯৮ সালের বলে দাবি করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হাতে আঁকা ছবি নিয়ে কেন্টারো বলছেন, 'মনে করুন এরা হলোকাস্টের সময়ের।' এর পরেই কেন্টারো এবং তার সঙ্গী ব্যঙ্গ করেন হলোকাস্টকে বিষয় হিসেবে তুলে ধরার জন্য এক টেলিভিশন প্রযোজক কী ভাবে রেগে গিয়েছিলেন তা নিয়ে। এই ঘটনা জাপানের অনেককেই অবাক করেছিল। এত বছরের পুরনো একটা ঘটনাকে নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়াও অনেকে ভালোভাবে দেখছেন না। ক্ষমা চেয়ে কেন্টারো বলেন, '১৯৯৮ সালের একটি ভিডিওতে আমি যে চিত্রনাট্য লিখেছিলাম তা ভুল ছিল। সেই সময় ভুল ভাবে মানুষকে হাসানোর চেষ্টা করেছিলাম।' তবে ক্ষমা চেয়ে কাজ হয়নি। খোদ জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা কেন্টারোর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন